Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ

 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনের নিকটে অবস্থিত সাতক্ষীরা সদর উপজেলা। এই উপজেলার ১২ নং বল্লী ইউনিয়ন অবস্থিত। সাতক্ষীরা কুল ও সন্দেশ এর জন্য বহু পূর্ব থেকে প্রসিদ্ধ। সাতক্ষীরা এলাকা প্রাচীন জনপদ হিসাবে চিহ্নিত ছিল, যেখানে ব্রিটিশ জমিদার তথা বহু সম্মানী ব্যক্তিগণ বসবাস করতেন। সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন একটি জনবহুল ইউনিয়ন যার উত্তরে কলারোয়া থানার জালালাবাদ ইউনিয়ন, দক্ষিণে ও পূর্বে লাবসা ইউনিয়ন, পশ্চিমে ঝাউডাঙ্গা ইউনিয়ন। ১২নং বল্লী ইউনিয়নের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বেত্রাবতী নদী প্রবাহিত।

 

 

ক) নাম– ১২নং বল্লী ইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন– ০৭ (বর্গকিঃমিঃ)

গ) লোকসংখ্যা– ১৫৮৫৯ জন (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা– ১৭টি।

ঙ) মৌজার সংখ্যা– ৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা- ১টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/অটোরিক্সা।

জ) শিক্ষারহার– ৪৯%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,  

    মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩টি (গার্লস হাইস্কুলঃ ০১ টি)

    মাদ্রাসা- ০১টি,

    এতিমখানা- ০৩ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান- জনাব মোঃ মহিতুল ইসলাম

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- -

ট) ইউপি ভবন স্থাপনকাল–

ঠ) নব গঠিত পরিষদের বিবরণ–

                                    ১) শপথ গ্রহণের তারিখ– ২৮/১২/২০২১

                                    ২) প্রথম সভার তারিখ– ৬/০১/২০২২

                                   ৩) মেয়াদ উত্তীর্ণের তারিথ–

ড) গ্রাম সমূহের নাম–

            আমতলা, বল্লী, শিয়ালডাঙ্গা, কাঁঠালতলা, শিবনগর, বাউলডঙ্গা, মোচড়া, শ্যামপুর, মুকুন্দপুর, ভাটপাড়া, রঘুনাথপুর, নারায়নপুর, হাজীপুর, ঘরচালা, রায়পুর, কুশোডাঙ্গা, সম্বলডাঙ্গা

 

ঢ) ইউনিয়ন পরিষদ জনবল–

                ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।

                ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।

                ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৮ জন।